Type Here to Get Search Results !

বাকি বাট্টা গানের লিরিক্স | Baki Batta Lyrics | Aly Hasan | Rap Song 2023

0

বাকি বাট্টা গানের লিরিক্স | Baki Batta Lyrics | Aly Hasan | Rap Song 2023






ভাই,
এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়

ভাই,
এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়

ভাই পকেটে টেকা আছে,
সবাই তোমাকে ভালবাসে
দেখতাছি আসেপাশে যুক্তি দিলে পাগল হাসে

"ঐ অটো যাইবা নাকী?
যাইবেন কই? আসেপাশে! "

সংসার তো চলে না ভাই যত টাকা কামাই মাসে-মাসে
কী কবি দুঃখের কথা সবার মাথায় পেরা আছে

মনের ভুলে দুঃখের কথা কইয়া লাইছি আপনার কাছে,,,
ঠিক আছে সমস্যা নেই
চলতাছে দানাই-ফানাই

কাঁদের বুজা ভারি হইছে
পদে-পদে ঘুনা কামাই
একজনে উপরে উঠতে দেখলে টাইনা নামাই,,,

ভাড়া দিমু কত? দেন আপনার মনের মত
তো-গো মন তো ভরব না আর
ভাড়া দেই যত

আরে ভাই দিয়া দেন তো ৮০ টাকা ভাড়া
এত টাকা ভাড়া দেইনা
পেট-ভরাইয়া যত,,

আসলে ছেড়া দেশের সীমানাটাই তেরা
১৯-২০ হইলেই দেশে লাগে বড় ফেরা,
পেটের ভিতর গারা গারা মাগুর মাছও ছাড়া
উল্টা পাল্টা ভারা দেইনা ডুল ভারাইয়া পারা।

এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়

ভাই,
এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়

" কী ও ভাই কারে খুঁজেন?
আপনি তো বেশি বুঝেন।
হো-আমি বেশি বুঝি।

কারণ, আমার অল্প রুজি
বাপের নাই অট্টালিকা তাই তো কাস্টমার খুঁজি,

আমরাও ব্যবসা বুঝি,
আমগো খালি নাইকা পুঁজি
এর জন্য এখন আমরা ডাইনে বামে চালান খুঁজি

যা-হইছে হইছে এলা
বাধ দে না বাপ!
হালা.…...এমনিতেই মাথায় থাকে চাপ
সব কিছুতে খরচ বাড়ছে কোথাও পাইনা লাভ......./

এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়

ভাই,
এ টেকার কাম কথায় হয়না
কথার কাম টেকায়
নগদ ছাড়া বাকি বাট্রা লেখা না আর খাতায়

নানান পেরা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়
হায়, আজব দুনিয়াতে মানুষ রঙিন স্বপ্ন দেখায়







from NewsArticleInfo https://ift.tt/UEihaoy

Post a Comment

0 Comments