Something Like an Autobiography in Google Drive
অনেককাল আগে একবার আদনান আল রাজীবকে জিজ্ঞাসা করেছিলাম, ডিরেকটর হতে গিয়ে আগে কী শিখেছিলেন?
জানালেন, অভিনয়।
কার কাছে?
বসের কাছে। মোস্তফা সরয়ার ফারুকী।
এরপর আরো অনেক আলোচনার শেষে সারমর্ম জেনেছিলাম, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী যতটা ভালো পরিচালক, তার চেয়ে অভিনয় প্রতিভা কম না তার।
আজ সেই অভিনেতার প্রথম অভিনীত সিনেমা দেখলাম। সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি।
বেশ দ্বিধা ছিলো।
কেমন হবে অভিনয়? জাত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে কতটা মার খেয়ে যাবেন?
তাল হারাবেন।
ক্যামেরার সামনে বহু বাঘকে বিড়াল হয়ে যেতে দেখেছি।
কিন্তু পুরো সিনেমায় তাকে একবারের জন্য মনে হয়নি তিনি অভিনয় করছেন।
এবার আসি গল্প।
এই গল্প আপামর বাঙালি জীবনের।
বিবাহিত জীবনে সন্তান যার যত দেরিতে হয়েছে, সে তত বুঝতে পারবে এই গল্পের হাহাকার।
তারপর সন্তানের জন্য একজন বাবা কতটা ডেসপারেট হতে পারে এই গল্প তার শেষ অংশে জানান দিয়েছে।
জানান দিয়েছে ক্ষমতাশালীদের উত্তাপ।
আর সবশেষে একটা সন্তানের গায়ের রং নিয়েও এই সমাজের কত চিন্তা তা বলে দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী তার সিনেমায়।
আর বরাবরের মতো আরেকজন জাত অভিনেতা ফাটিয়ে দিয়েছেন, তিনি শরাফ আহমেদ জীবন।
Review By: Isteaque Ahmed
You can search on Google "chorki24"
You will get the movie
from NewsArticleInfo https://ift.tt/6qLiD2I