Type Here to Get Search Results !

Govt Money 2024 Techsite Bangla 2024

0

Govt Money 2024 Techsite Bangla 2024



Today we will discuss TakaPay in Govt Money 2024 Techsite Bangla 2024. This title shows you how to take the TakaPay card in BD. In this article, you will learn what is TakaPay and its benefits.

Govt Money 2024 Techsite Bangla 2024


💸𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ড কি?

- টাকা পে (𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆) কার্ড হচ্ছে একটি Bank Debit Card যেটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব National Payment Switch Bangladesh (NPSB) এর মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে কার্ডটি শুধুমাত্র দেশের অভ্যন্তরে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে ভারতে ও সৌদি আরবে ব্যবহার চালু করার পরিকল্পনা রয়েছে।


এতদিন আমরা যে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে আসছি এগুলো পরিচালিত হত, আন্তর্জাতিক Visa অথবা Mastercard এর নেটওয়ার্কে। আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করার কারণে প্রতি বছর ব্যাংকগুলোকে খরচ করতে হয় অনেক বৈদেশিক মুদ্রা। টাকা পে কার্ড প্রস্তুতকারক ও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান Fime এর সাথে ৬ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।

এই ধরণের নিজস্ব বা Local Debit Card এর ব্যবহারের ধারণা কিন্তু বাংলাদেশেই প্রথম নয়। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই, লোকাল ডেবিট কার্ড ব্যবহার হয়ে আসছে। যেমন, ভারতের RuPay, শ্রীলঙ্কার LankaPay, পাকিস্তানের PakPay , সৌদি আরবের Mada ইত্যাদি।

💸𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ডের সুবিধা

𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ডের সুবিধা হচ্ছে, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না; কার্ড ব্যবহারের খরচ তুলনামূলক কম হবে; অন্যান্য দেশের সাথে চুক্তিসাপেক্ষে সেইসব দেশেও লেনদেন করা যাবে।
টাকা-পে কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এই কার্ড ব্যবহারের জন্য ডলার খরচ করতে হবে না। যেখানে এখন আন্তর্জাতিক কার্ডগুলো ব্যবহারের জন্য বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়।
তাছাড়া, যেহেতু এটি বাংলাদেশের নিজস্ব পেমেন্ট নেটওয়ার্ক NPSB এর মাধ্যমে এই কার্ড পরিচালিত হবে। তাই, এই টাকা পে কার্ডের ফি কম হবে। ফলে গ্রাহকদের কার্ড ব্যবহার করার ফি কম হবে।
কিন্তু সবাই কি এই কার্ড ব্যবহার করতে পারবেন? না, তার কারণ হলো টাকা পে কার্ডের কিছু সীমাবদ্ধতা রয়েছে। 

💸𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ড কোথায় ও কিভাবে পাওয়া যাবে? 
- আপাতত শুধুমাত্র ৮ টি ব্যাংক প্রাথমিকভাবে 𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ড ইস্যু করতে পারবে। তাই টাকা পে কার্ড পেতে হলে নিম্মোক্ত ৮টি ব্যাংকে আপনার একাউন্ট থাকতে হবে:
> Brac Bank;
> Islami Bank;
> Eastern Bank;
> Sonali Bank;
> UCB Bank;
> City Bank;
> Dutch Bangla Bank;
> Mutual Trust Bank.

উপরোক্ত লিস্টের ব্যাংকগুলোতে একাউন্ট থাকলে, আপনি 𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 Debit Card এর জন্য আবেদন করতে পারবেন। তবে আপনার পূর্বের নেয়া কোন ডেবিট কার্ড থাকলে তা জমা দিয়ে দিতে হবে। এসব ব্যাংকে নতুন একাউন্ট খুললেও আপনার ডেবিট কার্ড হিসেবে 𝗧𝗮𝗸𝗮𝗣𝗮𝘆 কার্ড নিতে পারবেন।


Search the title name and go to website newsarticleinfo.com "Govt Money 2024 Techsite Bangla 2024". You will know financial activities and so on. 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হলো TakaPay কার্ড। আপাতত ডেবিট কার্ড হিসেবে শুরু হলেও, সামনে আসবে ক্রেডিট কার্ড সার্ভিস। বিশ্বাস করি, এই কার্ড আর আমাদের ডিজিটাল ব্যাংক, একদিন একসাথে দেশকে নিয়ে যাবে নতুন সম্ভাবনার স্মার্ট বাংলাদেশের পথে। 

⬇️
Free -500$ Dollars Earning Site 2023

Vpn link
Refer Code – 247524

⬆️

⬆️

আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদেশি মুদ্রা সাশ্রয়ে চালু হল বাংলাদেশের নিজস্ব কার্ড ‘টাকা-পে’।
‘টাকা-পে’ হল এক ধরনের ডেবিট কার্ড। এ কার্ডের মাধ্যম প্রচলিত ভিসা বা মাস্টার কার্ডের মতই লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশের ভেতরে বিভিন্ন ব্যাংক এই কার্ড ইস্যু করতে পারবে, নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে এক অনুষ্ঠানে এ কার্ডের উদ্বোধন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম লেনদেন করা হয় রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কার্ডের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
‘টাকা-পে’ কার্ডের মত ভারতের রয়েছে ‘রুপি কার্ড’। একইভাবে শ্রীলঙ্কার ‘লঙ্কা-পে’, পাকিস্তানের ‘পাক-পে’, এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরবের ‘মাদা-কার্ড’ নামে নিজস্ব কার্ড রয়েছে। এবার ‘টাকা-পে’ চালুর মধ্য দিয়ে সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশও।

ডেবিট কার্ড দিয়ে শুরু করে পরবর্তীতে ক্রেডিট ও আন্তর্জাতিক কার্ড তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরে ‘টাকা-পে’ কার্ডের মাধ্যমে ভারতের সঙ্গে ডুয়ল কারেন্সি বা দ্বৈত মুদ্রা ব্যবহারের সুযোগ তৈরি হতে যাচ্ছে।
তখন বাংলাদেশিরা ভারতে গেলে ‘টাকা-পে’ কার্ডের মাধ্যমে ভারতীয় মুদ্রা রুপিও ব্যবহার করতে পারবেন। আলাদাভাবে বিদেশি মুদ্রা, ডলার বা রুপি বহনের প্রয়োজন পড়বে না।
বর্তমানে ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশি নাগরিকরা প্রতিবেশী দেশ ভারতেই সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা খরচ করছেন।

You will know all about "TakaPay Card Bangladesh" on this website by searching Govt Money 2024 Techsite Bangla 2024. And check the website "newsarticleinfo". 






from NewsArticleInfo https://ift.tt/2syAViQ

Post a Comment

0 Comments