পদ্মা রেল সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (২০২৩)
👉পদ্মা সেতু হয়ে ট্রেনে যাত্রী নিয়ে আজ বুধবার(০১/১১/২৩) প্রথম চলাচল শুরু হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে।
✅বাংলাদেশ
পারমাণবিকে ৩৩ তম দেশ
মেট্রোরেলে ৩৬ তম দেশ
সাবমেরিনে ৪১ তম দেশ
স্যাটেলাইটে ৫৭ তম দেশ
▪️পদ্মা সেতুতে যে ধরনের রেল লাইনের সংস্থান আছে- ডুয়েল গেজ লাইন।
▪️রেল সংযোগ লাইনের সংখ্যাঃ ১টি (মিটারগেজ: ব্রডগেজ)।
▪️ভূমিকম্পন সহনশীলঃ ৯ মাত্রা।
▪️সড়ক সেতুতে লেন সংখ্যা ৪টি।
▪️সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মূল সেতু - চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ।
🔖পদ্মা সেতু সম্পর্কে A to Z 🔖
✍️পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস (Truss ) সেতু ।
✍️ দৈর্ঘ্যঃ ৬.১৫ কি.মি আর ডায়াডাক্ট- ৩.১৮ কি.মি।
✍️ মোট পিলার সংখ্যাঃ ৪২টি।
✍️ ভূমিকম্পন সহনশীলঃ ৯ মাত্রা।
✍️ সর্বশেষ ৪১তম স্প্যান বসানো হয়ঃ ১০ ডিসেম্বর ২০২০ সালে ।
✍️ রেল সংযোগ লাইনঃ ১টি (মিটারগেজ: ব্রডগেজ)
✍️ সড়ক সেতুতে লেন সংখ্যা ৪টি ।
✍️ নদী শাসন ১২ কি.মি ।
✍️ মোট ব্যয়ঃ ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা।
✍️ মুন্সিগঞ্জ-শরীয়তপুর-মাদারীপুর ৩টি জেলার উপর নির্মিত দেশের বৃহত্তম সেতু।
✍️ মাওয়া (মুন্সিগঞ্জ) সাথে জাজিরা (শরীয়তপুর) বাংলাদেশের উত্তর- দক্ষিণ প্রান্তকে যুক্ত করবে।
✍️ সংযোগ করেছেঃ দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে।
আয়ুষ্কালঃ ১০০ বছর।
✍️ পরিচালনা করছেঃ সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ।
✍️ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেঃ ৪ জুলাই, ২০০১ সালে।
✍️ পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে।
✍️ বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুঃ ২৫তম।
✍️ পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।
✍️ পদ্মা সেতু দিয়ে ঢাকা - যশোর রেলপথের দৈর্ঘ্য হবেঃ ১৬৯ কি.মি ।
✍️ সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মূল সেতু - চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ।
✍️ নদী শাসন- সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু
✍️প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ |
পাটুরিয়া- গোয়ালন্দ পয়েন্টে।
✍️ সংযোগ- পাটুরিয়া (মানিকগঞ্জ) ও গায়ালন্দ (রাজবাড়ি) জেলাকে।
✍️ দৈর্ঘ্য- ৬.১০ কি.মি।
✍️ প্রস্থ- ১৮.১০ মিটার।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনাগামী ট্রেনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
👉ভাঙ্গা জংশন: ২৩৫৳
👉ফরিদপুর: ২৬৫৳
👉রাজবাড়ী: ২৯৫৳
👉কুষ্টিয়া কোর্ট: ৩৫০৳
👉পোড়াদহ: ৩৫৫৳
👉আলমডাঙ্গা: ৩৭০৳
👉চুয়াডাঙ্গা: ৩৮৫৳
👉দর্শনা হল্ট: ৪০০৳
👉কোটচাঁদপুর: ৪২০৳
👉মোবারকগঞ্জ: ৪৩০৳
👉যশোর: ৪৫০৳
👉নওয়াপাড়া: ৪৭৫৳
👉দৌলতপুর: ৫০০৳
👉খুলনা : ৫০০৳
প্রথম ট্রেন হিসেবে আগামী পহেলা নভেম্বর পদ্মা সেতুতে উঠতে চলছে সুন্দরবন এক্সপ্রেস
ট্রেনের রুট হবে ▶️ খুলনা -পোড়াদহ -কুষ্টিয়া -ভাংগা - পদ্মাসেতু - ঢাকা
নতুন রুটে সুন্দরবন এক্সপ্রেসের স্টপেজ সমূহ-
৭২৫- খুলনা > দৌলতপুর > নোয়াপাড়া >যশোর>মোবারকগঞ্জ>কোর্টচাঁদপুর>চুয়াডাঙ্গা>আলমডাঙ্গা>পোড়াদহ জংশন>কুষ্টিয়া কোর্ট>রাজবাড়ি>ফরিদপুর>ভাঙ্গা জংশন>পদ্মা সেতু > ঢাকা ।
৭২৬- ঢাকা > পদ্মা সেতু >ভাঙ্গা জংশন>ফরিদপুর>রাজবাড়ি >কুষ্টিয়া কোর্ট>পোড়াদহ জংশন>আলমডাঙ্গা>চুয়াডাঙ্গা>দর্শনা হল্ট>কোর্টচাঁদপুর>মোবারকগঞ্জ >যশোর >নোয়াপাড়া >দৌলতপুর>খুলনা ।
শুরুতে চলবে দুটি ট্রেন—সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনায় যাবে। অন্যটি একই পথ ধরে যাবে বেনাপোল পর্যন্ত। নভেম্বরের শেষ দিকে ট্রেন আরও বাড়বে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।
from NewsArticleInfo https://ift.tt/pNr4aQv