Test paper SSC 2023 pdf | SSC test paper 2023 pdf download
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের প্রস্তুতির জন্য হাতে অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে টেস্ট পেপার তৈরি করা হয়েছে। নিচে প্রতিটি বিষয়ের টেস্ট পেপারের ডাউনলোড লিংক দেয়া হল।
এই পোস্টের শেষে ssc bangla 1st paper test paper pdf ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখে নাও।
১. আরজ আলী মাতুব্বর একজন স্বশিক্ষিত মানুষ। বরিশালের এক প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। বাল্যকাল থেকে নতুন কিছু জানা এবং বইয়ের প্রতি আগ্রহ ছিল প্রচুর। আর্থিক অসচ্ছলতার কারণে তার বেশি দূর লেখাপড়া হয়ে ওঠেনি। কিন্তু বইয়ের প্রতি তার বই অদম্য আগ্রহের কাছে সকল প্রতিবন্ধকতা হার মানে। পরবর্তী সময়ে তিনি বরিশালের পাবলিক লাইব্রেরিতে খুব সামান্য বেতনে চাকরি নেন। লাইব্রেরির বই পরিষ্কার করার ফাঁকে ফাঁকে বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকতেন। বই পড়াই হয়ে ওঠে তার একমাত্র নেশা। আর এ নেশাই তাকে পরবর্তী সময়ে একজন দার্শনিকে পরিণত করে। সুশিক্ষিত লোক মাত্রই যে স্বশিক্ষিত তা আরজ আলী মাতুব্বরের ক্ষেত্রে প্রযোজ্য।
ক. প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস কোথায়?
খ. ‘যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী’ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. বাঙালি সমাজ ভাবনায় অর্থনৈতিক প্রসঙ্গ উদ্দীপকে ও ‘বই পড়া’ প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত” মন্তব্যটি উদ্দীপক ও ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
২. শিববাড়ির বড় মন্দির। পূজার মস্ত আয়োজনে ব্যস্ত গ্রামের সকলে। সুন্দর করে সাজানো হয়েছে মন্দির। গ্রামের জমিদার নিজ হাতে মন্দির সাজানোর কাজ করছেন। পাশের গ্রাম থেকে ভক্তরা আসছে মায়ের পূজা দিতে। পুরোহিতের কণ্ঠে মন্ত্রের উচ্চারণে পূজা শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়ার ফাঁকে ফাঁকে পূজার ঘণ্টা বাজান। এমন সময় গর্জে উঠল জমিদারের কণ্ঠ। মন্দিরে পূজা দিতে এসেছে এক মেথরের গৃহবধূ। জমিদার বলল, ‘ছোট জাত হয়ে মায়ের মন্দিরে পূজা দেবার শখ?” জমিদারের নির্দেশে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো মন্দির থেকে। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল গৃহবধূ। আবার শুরু হলো পূজা।
ক. কাঙালীর বাবার নাম কী?
খ. ‘বাগদি-দুলে ঘরের কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মূলভাব ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. “মেথরের গৃহবধূকে মন্দির থেকে বের করে দেওয়ায় তৎকালীন হিন্দু সমাজের সংকীর্ণ মনেরই পরিচয় পাওয়া যায়” উক্তিটির সত্যতা অভাগীর স্বর্গ’ গল্পের আলোকে যাচাই কর।
SSC Bangla 1st Paper Test Paper PDF (2023)
এই পোস্টের শেষে ssc বাংলাদেশ ও বিশ্বপরিচয় test paper pdf ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখে নাও।
১. জেনারেল রহিম অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে ‘ক’ দেশে সামরিক শাসন চালু করে। তার শাসনামলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। তার এ দুঃশাসনের কবল থেকে জনগণকে মুক্ত এবং ‘ক’ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠানসহ দেশে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে গণতান্ত্রিক ঐক্যজোট নামে একটি ১২ দলীয় জোট গঠিত হয়। এই জোট জেনারেল রহিম বিরোধী আন্দোলন করে এবং এই আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ যোগ দিলে জেনারেল রহিম পদত্যাগে বাধ্য হয়। পরবর্তী নির্বাচনের মাধ্যমে ‘গণতান্ত্রিক ঐক্যজোট’ ক্ষমতায় এসে সাংবিধানিক পদ্ধতিতে দেশ পরিচালনা করে।
ক. কত তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়?
খ. গণতন্ত্রের পুনঃযাত্রা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জেনারেল রহিম বিরোধী আন্দোলনে পাঠ্যপুস্তকের কোন শাসনকালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত গণতান্ত্রিক ঐক্যজোটের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উনড়বয়ন বিশ্লেষণ কর।
২. জলবায়ুবিষয়ক একটি বই পড়ে আওসাফ বিভিনড়ব দেশের জলবায়ু সম্পর্কে পর্যালোচনা করছে। সে পড়েছে কোন একটি দেশে মে মাসে বৃষ্টিপাত শুরু হয়। দেশটির অন্য দুটি অঞ্চলে যখন ২০০ সে.মি বৃষ্টিপাত হয় তখন তার পাহাড়ি অঞ্চলেও ৮০ সে.মি. বৃষ্টিপাত হয়।
ক. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
খ. বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাতের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে আওসাফের পর্যালোচনাকৃত দেশটির নাম কী? সে দেশের গ্রীষ্ম ঋতুর সাথে বাংলাদেশের গ্রীষ্ম ঋতুর তুলনামূলক চিত্র বর্ণনা কর।
ঘ. উক্ত দেশে শীতকালে জলবায়ু ভিন্নতা থাকে উক্তিটি বিশ্লেষণ কর।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় Test Paper PDF (2023)
বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন ও উত্তরের সমন্বয়ে ssc math test paper 2023 pdf তৈরি করা হয়েছে। এ বইটিতে রয়েছে বিগত সালের বিভিন্ন বোর্ড প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্র। পরীক্ষা-প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত বিগত বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নের ধারা সম্পর্কে জানতে পারবে।
শীর্ষস্থানীয় স্কুলের বিগত সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্র, ক্যাডেট কলেজসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের বিগত সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সংক্ষিপ্ত সিলেবাসভুক্ত টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
SSC Math Test Paper 2023 PDF Download
এই পোস্টের শেষে ssc ict test paper 2023 pdf download করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেখে নাও।
১. লেখালেখি সম্পাদনার প্রথম কাজ কোনটি?
ক. মার্জিন নির্ধারণ
খ. ছবি সংযোজন
গ. বানান সংশোধন
ঘ. লাইন ব্যবধান নির্ধারণ
২. একটি দেশের সু-শাসনের জন্য প্রয়োজন-
ক. ই-লার্নিং
খ. ই-কমার্স
গ. ই-শপ
ঘ. ই-গভর্ন্যান্স
৩. চলমান গ্রাফিক্সকে কী বলা হয়?
ক. অডিও
খ. সিনেমা
গ. রেডিও
ঘ. এনিমেশন
৪. কোনটি যুক্তিনির্ভর ফিল্ড?
ক. Number
খ. Currency
গ. Yes/ No
ঘ. Text
৫. প্রোগ্রামিং-এর ধারণার প্রবর্তক কে?
ক. হেনরি মার্টিন
খ. মার্ক জুকারবার্গ
গ. অ্যাডা লাভলেস
ঘ. স্টিভ জবস
৬. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকাকে বলা হয়-
ক. টেবিল
খ. প্রোগ্রাম
গ. ডেটাবেজ
ঘ. প্রেজেন্টেশন
৭. ই-গর্ভন্যান্স এর ফলে-
i. নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে
ii. দেশে সুশাসনের পথ সুগম হয়
iii. সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৮. সনাতন শিক্ষা পদ্ধতির পরিপূরক কোনটি?
ক. ই-বুক
খ. ই-লার্নিং
গ. ই-গভর্ন্যান্স
ঘ. ই-সেবা
৯. ইনফো গ্রাফিক্স কোন ধরনের কনটেন্ট?
ক. টেক্সট
খ. শব্দ
গ. ছবি
ঘ. ভিডিও
১০. ইববঢ় ঝড়ঁহফ দেয় কম্পিউটারের কোনটি নষ্ট হলে?
ক. RAM
খ. BIOS
গ. ROM
ঘ. COMS
১১. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
ক. প্রিমিয়ার
খ. ফ্ল্যাশ
গ. ফটোশপ
ঘ. ডিরেক্টর
১২. আখ চাষিদের জন্য ই-সেবা কোনটি?
ক. ই-কমার্স
খ. ই-পর্চা
গ. ই-পূর্জি
.ঘ ই-সার্ভিস
১৩. সৃজনশীল কাজের মেধাস্বত্ব সংরক্ষিত হয় কিসের মাধ্যমে?
ক. কপি সেফট্
খ. কপি রাইট
গ. সংবিধান
ঘ. তথ্য আইন
১৪. VIRUS শব্দের পূর্ণরূপ কী?
ক. Very information and Resources under Sdige
খ. Vest information and Resources under Sdige
গ. Vital information and Resources under Sdige
ঘ. Vital information and Resources under Seige
SSC ICT Test Paper 2023 PDF Download
এই পোস্টের শেষে ssc ইসলাম শিক্ষা test paper 2023 pdf download করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেখে নাও।
১. সানজিদা মনে করে পৃথিবীতে অসংখ্য ধর্মের প্রচলন থাকলেও জীবন পরিচালনার জন্য মানুষের জ্ঞান, বিবেক এবং বুদ্ধিই যথেষ্ট। তার বন্ধু শাকিলা তার সাথে দ্বিমত পোষণ করে বলে, সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের কোনো বিকল্প নেই। কেননা ইসলামই হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
ক. তাওহিদ কাকে বলে?
খ. মহানবি (স.) কে কেন খাতামুন্ নাবিয়্যীন বলা হয়?
গ. সানজিদার ধারণাটি ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. অনুচ্ছেদে বর্ণিত শাকিলার বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
২. রাকিব ও তারিখ দুই সহপাঠী বন্ধু। রাকিব মনে করে নবি-রাসুলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণাবলি তাদের চরিত্রে বিদ্যমান ছিল। তারিখের মতে মানুষের হিদায়াতের জন্য কিয়ামত পর্যন্ত নবি-রাসুলগণের আগমন অব্যাহত থাকবে।
ক. রিসালাত কাকে বলে?
খ. নবি-রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা কী?
গ. রাকিবের মনোভাব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তারিখের মনোভাবের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে প্রমাণ উপস্থাপন করে বিশ্লেষণ কর।
SSC ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা Test Paper PDF (2023)
এই পোস্টের শেষে ssc কৃষি শিক্ষা test paper 2023 pdf download করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও।
১. আমেনা বেগম তার বাড়িতে লাগানো গাছ দিয়ে কিছু ফার্নিচার বানাতে চেয়েছেন, সেজন্য সে ৪০ বছর বয়সী কাঁঠাল গাছ কেটে ফেলেন, দুটি কাঁঠাল গাছ কাটতে শ্রমিকরা করাত ব্যবহার করে। গাছ দুটির প্রত্যেকটি লগের দৈর্ঘ্য ৬ মিটার, চিকন মাথার বেড় ২ মিটার, মাঝের অংশের বেড় ২.৫ মিটার এবং মোটা মাথার বেড় ৩ মিটার।
ক. IPCC কী?
খ. সাইলেজ ব্যবহারের সুবিধা কী?
গ. আমেনা বেগমের একটি গাছের বলিউম বর্ণনা কর।
ঘ. আমেনা বেগমের গৃহীত কার্যক্রম বিশ্লেষণ কর।
২. বাংলাদেশের উত্তরাঞ্চলে কম বৃষ্টিপাত হওয়ায় সেখানে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় গবাদিপশু রক্ষায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কিছু পরামর্শ দিয়ে এলাকার কৃষকদের অর্থাৎ পশু পালনকারীদের সচেতনতা বাড়াতে কিছু পরামর্শ দিয়েছিলেন।
ক. অভিযোজন কী?
খ. ফসলের খরা পরিবহারকরণ কৌশলগুলো কী কী?
গ. উত্তরাঞ্চলের কৃষকরা উল্লেখিত দুর্যোগ হতে কীভাবে গবাদিপশু রক্ষা করবেন- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের ফসল উৎপাদনে উল্লেখিত পরিস্থিতির প্রভাব আলোচনা কর।
SSC কৃষি শিক্ষা Test Paper 2023 PDF Download
এসএসসি বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন
১. জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ঔষধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার।
ক. পানির স্ফুটনাংক কাকে বলে?
খ. জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন?
গ. জমিলা খাতুন পুকুরের পাানিকে কীভাবে রান্নার কাজে উপযোগী করেন? ব্যাখ্যা কর।
ঘ. রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন? যুক্তিসহ মতামত দাও।
২. মানবদেহের পাম্প যন্ত্র নামে এক গুরুত্বপূর্ণ অঙ্গ বিদ্যমান। যার মাধ্যমে রক্ত সারাদেহে সঞ্চালিত হয়। কিছু রক্তবাহী নালীর মাধ্যমে O2 যুক্ত O2 রিক্ত রক্ত পাম্প যন্ত্রের সাহায্যে দেহের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।
ক. রক্ত কী?
খ. হৃদস্পন্দন কী ব্যাখ্যা কর।
গ. পাম্প যন্ত্রের মাধ্যমে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. O2 যুক্ত O2 রিক্ত রক্ত বহনকারী নালীর পার্থক্য নিরূপণ কর।
SSC General Science Test Paper 2023 PDF Download
Features of ssc english 1st paper test paper 2023 pdf according to Short Syllabus Exam Preparation book
Chapter-wise Exam Preparation
This section has been prepared according to the revised shortened syllabus provided by NCTB. You can understand the importance of all the topics and learning outcomes of every chapter from this section.
ssc english 1st paper test paper 2023 pdf
Model Question Papers from Board Exam questions of previous years according to the revised shortened syllabus have been provided in the Question Paper. The answers to those questions have been provided chapter -wise in this book. The practice of this section will give you a clear idea about how to solve any question in the Board exam.
SSC English 1st Paper Test Paper 2023 PDF Download
Feature of ssc english 2nd paper test paper 2023 pdf download. The book contains last minute preparation guidelines for Physics, Chemistry, Biology, Advanced Mathematics 45 days SSC 2023 last minute preparation (science branch) practice method
You have already completed the assignments given by NCTB. So for the SSC exam right now you need to practice creative multiple choice and essay questions on assignments.
ssc english 2nd paper test paper 2023 pdf
You have at least a month and a half to test. The last minute exam preparation book on elective subjects of science branch has been prepared in the light of the rearranged syllabus for the purpose of complete preparation in this short time. Find out how you can prepare for all the subjects in a month and a half or 45 days by practicing this book.
SSC English 2nd Paper Test Paper 2023 PDF Download
এই পোস্টের শেষে ssc biology test paper 2023 pdf download করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
SSC Biology Test Paper 2023 PDF Download (পাঞ্জেরী)
সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে ssc physics test paper 2023 pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
SSC Physics Test Paper 2023 PDF Download
সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে ssc chemistry test paper 2023 pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
SSC Chemistry Test Paper 2023 (PDF Download)
সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে ssc bangla 2nd paper test paper pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
SSC Bangla 2nd Paper Test Paper PDF 2023
এসএসসি পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার অনেক গুরুত্বপূর্ণ। এসএসসির অন্যান্য বিষয়ের টেস্ট পেপারের মত মানবিক শাখার এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার ২০২৩ আমরা শেয়ার করেছি। আজ এই পোস্টে তোমরা ssc টেস্ট পেপার ডাউনলোড করতে পারবে।
১. মানুষ একা বাস করতে পারে না। বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবার গঠন করে। জনাব মাসুদ সাহেব মনে করেন পরিবারের গঠন প্রণালি পৃথিবীর সর্বত্র এক ধরনের নয়। সমাজভেদে এর ধরন পরিবর্তিত হয়। তিনি বলেন, সব ধরনের পরিবারই মানুষের সামাজিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তবে বর্তমানে একপত্নীক পরিবারই আদর্শ।
ক. কাঠামোর ভিত্তিতে পরিবার কত প্রকার?
খ. পরিবারের অর্থনৈতিক বলতে কী বোঝায়?
গ. জনাব মাসুদ সাহেবের মতানুযায়ী মানুষের সামাজিক জীবনে পরিবারের প্রভাব নিজের ভাষায় ব্যাখ্যা কর।
ঘ. জনাব মাসুদ সাহেবের মতানুযায়ী আদর্শ পরিবারের রূপটিকে তুমি কি আদর্শ পরিবার বলে মনে কর। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২. ‘ঢ’ জেলার বিচারক জামান সাহেব একটি মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত সমস্যায় পড়েন। এ অবস্থার প্রেক্ষিতে তিনি আইনবিশারদদের গ্রন্থের সাহায্য নেন এবং উক্ত মামলার রায় প্রদান করেন।
এছাড়া তিনি অন্য একটি মামলার রায় প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন অস্পষ্ট থাকার কারণে নিজের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির আলোকে সাজা বলবৎ করেন।
ক. রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ থাকা কোন ধরনের সাম্য?
খ. স্বাধীনতার বিভিনড়ব রূপ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আইনের কোন ধরনের উৎসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত উৎসগুলোই কি আইন তৈরির জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩. দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ‘ক’-এর প্রতিবেশী রাষ্ট্র ‘খ’। ‘ক’ রাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্য রয়েছে। অন্যদিকে, ‘খ’ দেশটির কোনো অঙ্গরাজ্য নেই। দেশটি একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে। উক্ত দেশটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি উন্নয়নশীল দেশ।
ক. একনায়কতন্ত্রের মূল আদর্শ কী?
খ. গণতন্ত্র সফল করার উপায় ব্যাখ্যা কর।
গ. ‘ক’ রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা? এর বৈশিষ্ট্য উপস্থাপন কর।
ঘ. উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রটিতে একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে – উক্তিটি ব্যাখ্যা কর।
৪. একই ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় নিরপেক্ষতার ভিত্তিতে ‘ক’ রাষ্ট্রের সংবিধান রচনা করা হলো। এ রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। উক্ত রাষ্ট্রের আইনসভায় কোনো বিল পাসের ব্যাপারে আইনসভার মোট ২১০ জন সদস্যের মধ্যে ১৪০ জনের সম্মতি না থাকায় বিলটি বাতিল হয়ে যায়।
ক. ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম কী?
খ. সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. সংশোধনের ভিত্তিতে ‘ক’ রাষ্ট্রের সংবিধান কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক’ রাষ্ট্রের সংবিধানে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ করা যায়- বিশ্লেষণ কর।
৫. ‘ক’ পরিবার একটি যৌথ পরিবার। এ পরিবারের প্রধান হলেন ‘ক’ এর দাদা ‘খ’। তাকে সবাই সম্মান এবং শ্রদ্ধা করেন। কিন্তু তাদের পরিবারের সকল কার্যাবলি পরিচালনা করেন তার বাবা ‘গ’। তার আদেশেই পরিবারের সদস্যরা তাদের কার্যাবলি সম্পাদন করে থাকেন।
ক. বাংলাদেশের প্রম সরকার গঠিত হয় কত তারিখে?
খ. বাংলাদেশের প্রকৃত শাসক কে এবং কেন? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ এর দাদা বাংলাদেশ সরকার ব্যবস্থার কার প্রতিনিধিত্ব করছে? তার স্বরূপ তুলে ধর।
ঘ. ‘ক’ দের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি- বিশ্লেষণ কর।
৬. আকলিমার বয়স ১৯ বছর। সে বাংলাদেশের নাগরিক। এ বছর সে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে। বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি অনুসারে সে ভোট দেবে।
ক. নির্বাচন কী?
খ. ইউনিয়ন পরিষদের গঠন লেখ।
গ. উদ্দীপকের আকলিমা কোন পদ্ধতিতে ভোট দিতে পারে- ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবীর বিভিনড়ব দেশের ভোটদান পদ্ধতির সাথে উদ্দীপকের ভোটদান পদ্ধতির তুলনামূলক আলোচনা কর।
৭. বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের জনগণের জীবনমান উনড়বয়নে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আরেকটি সরকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। এটি সরকারের পরোক্ষ ‘নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক জনপ্রতিনিধি কর্তৃক পরিচালিত হয়। শাসন ব্যবস্থাটি গ্রাম ও শহরের নেতৃত্ব ও নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শাসনের পাশাপাশি এর প্রয়োজনীয়তা শুধু বহুমুখী নয়, সুদূরপ্রসারীও।
ক. বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
খ. ‘স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অপরিহার্য অংশ’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসন ব্যবস্থায় কীভাবে নেতৃত্বের বিকাশ ঘটে?
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসনের প্রয়োজনীয়তা শুধু বহুমুখী নয়, সুদূরপ্রসারীও’- উক্তিটি বিশ্লেষণ কর।
৮. রাসেলের কোনো অক্ষর জ্ঞান নেই। নিজের কর্মফলকে সে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। চিন্তা ও মূল্যবোধের অভাবে সে আত্মসচেতন হতে পারে না। তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ।
ক. খাদ্য নিরাপত্তা বলতে কয়টি বিষয়কে বোঝায়?
খ. রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কী বোঝ?
গ. রাসেল কোন ধরনের সমস্যায় আক্রান্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের উপায়গুলো বিশ্লেষণ কর।
৯. সুমার বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, আজকের দিনটি আমাদের অনেক ত্যাগের ফল। বহু রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠন ও পরিচালনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে।
ক. অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
গ. মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের ভূমিকা কী ছিল বর্ণনা কর।
ঘ. “যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে” – বক্তব্যটি বিশ্লেষণ কর।
১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ব নেতৃবৃন্দ শংকিত ও হতবাক হয়ে যান। তারা একমত ও একজোট হয়ে যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশ্ব সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মহাসচিব বলা হয়। কার্যত মুক্তিযুদ্ধের সময় থেকেই সংগঠনটির সাথে বাংলাদেশের গভীর ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
ক. OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
খ. সার্কের গঠন বর্ণনা কর।
গ. উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়েছে? সংগঠনটির মহাসচিবের দায়িত্ব বর্ণনা কর।
ঘ. উক্ত সংগঠনটির সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন কর।
১১. লুবনা সামান্য চায়ের দোকানদার। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে মা-বাবা ভাই-বোন। সন্তানদের লেখাপড়া চালাতে তাকে বেগ পেতে হচ্ছে। লুবনার বন্ধু জবা সরকারি চাকরি পেয়ে গ্রাম ছেড়ে শহরে গিয়ে
একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ক. পরিবার কী?
খ. ‘পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান’ – কথাটি বুঝিয়ে লেখ।
গ. লুবনা কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা কর।
ঘ. লুবনা ও জবার পরিবারের কাঠামোগত পার্থক্য বিশ্লেষণ কর – কার পরিবার তোমার কাছে বেশি পছন্দনীয় মতামত দাও।
১২. সুমন দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তারপর সে সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্তসাপেক্ষে সে নাগরিকতা পেয়ে যায়। এর কিছুদিন পর সে সেখানে বিয়ে করে এবং সেখানে তাদের একটি সন্তান হয়। তার সন্তানটিও ওই দেশের নাগরিকত্ব পায়।
ক. নাগরিকতা কী?
খ. বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ. সুমন ও তার সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের সন্তানটি বাংলাদেশের নাগরিকত্ব পাবে কি না? মতামত দাও।
১৩. রাব্বি পৌরনীতি বিষয়ক একটি বইয়ে পড়ল যে সমাজে সবার সমান মর্যাদা। জাতি, ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবার সমান সুযোগ-সুবিধার প্রয়োজন হয়। এ সুযোগ-সুবিধার মধ্যে মতামত প্রকাশ, ভোট দেওয়া, বৈধ পেশা, ন্যায্য মজুরি পাওনা অন্যতম।
ক. সাম্যের অর্থ কী?
খ. আইন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক। – যাচাই কর।
১৪. ‘ক’ নামক দেশে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের প্রধান হিসাবে জনাব ‘খ’ দেশের রাষ্ট্রপ্রধান এবং তিনিই সকল ক্ষমতার উৎস।
ক. সংসদীয় সরকারের প্রধান কে?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসনব্যবস্থায় অনেক দোষত্রুটি রয়েছে – কথাটি বিশ্লেষণ কর।
১৫. বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দুষ্পরিবর্তনীয় এ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি। নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। সংসদীয় পদ্ধতির সরকার, এক কক্ষবিশিষ্ট আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
ক. বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে?
খ. বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা যায়?
গ. সংবিধানে উল্লিখিত মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান? যুক্তি দাও।
১৬. লুবনা সামান্য চায়ের দোকানদার। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে মা-বাবা ভাই-বোন। সন্তানদের লেখাপড়া চালাতে তাকে বেগ পেতে হচ্ছে। লুবনার বন্ধু জবা সরকারি চাকরি পেয়ে গ্রাম ছেড়ে শহরে গিয়ে একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ক. পরিবার কী?
খ. ‘পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান’ – কথাটি বুঝিয়ে লেখ।
গ. লুবনা কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা কর।
ঘ. লুবনা ও জবার পরিবারের কাঠামোগত পার্থক্য বিশ্লেষণ কর – কার পরিবার তোমার কাছে বেশি পছন্দনীয় মতামত দাও।
১৭. সুমন দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তারপর সে সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্তসাপেক্ষে সে নাগরিকতা পেয়ে যায়। এর কিছুদিন পর সে সেখানে বিয়ে করে এবং সেখানে তাদের একটি সন্তান হয়। তার সন্তানটিও ওই দেশের নাগরিকত্ব পায়।
ক. নাগরিকতা কী?
খ. বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ. সুমন ও তার সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের সন্তানটি বাংলাদেশের নাগরিকত্ব পাবে কি না? মতামত দাও।
১৮. রাব্বি পৌরনীতি বিষয়ক একটি বইয়ে পড়ল যে সমাজে সবার সমান মর্যাদা। জাতি, ধমর্- বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবার সমান সুযোগ-সুবিধার প্রয়োজন হয়। এ সুযোগ-সুবিধার মধ্যে মতামত প্রকাশ, ভোট দেওয়া, বৈধ পেশা, ন্যায্য মজুরি পাওনা অন্যতম।
ক. সাম্যের অর্থ কী?
খ. আইন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক। – যাচাই কর।
১৯. ‘ক’ নামক দেশে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের প্রধান হিসাবে জনাব ‘খ’ দেশের রাষ্ট্রপ্রধান এবং তিনিই সকল ক্ষমতার উৎস।
ক. সংসদীয় সরকারের প্রধান কে?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসনব্যবস্থায় অনেক দোষত্রুটি রয়েছে – কথাটি বিশ্লেষণ কর।
২০. বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দুষ্পরিবর্তনীয় এ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি। নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। সংসদীয় পদ্ধতির সরকার, এক কক্ষবিশিষ্ট আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
ক. বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে?
খ. বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা যায়?
গ. সংবিধানে উল্লিখিত মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান? যুক্তি দাও।
২১. বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিযোগিতা করেন। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এছাড়াও নির্বাচনি এলাকার বিভিনড়ব স্থানে মিটিং মিছিল কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটারগণ ‘খ’ ব্যক্তিকে সৎ ও যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেন।
ক. বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
খ. গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা কর।
গ. ‘খ’ ব্যক্তি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? ব্যাখ্যা কর
ঘ. নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের একটি অন্যতম কাজের প্রতিফলন ঘটেছে- উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
২২. রামীম এমন একটি স্থানীয় সরকারের অধীনে বাস করে যা শহরে অবস্থিত। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তার সদস্যসংখ্যা নির্ধারিত। এর রয়েছে কতকগুলো আয়ের উৎস। এটি জনকল্যাণে বহুবিধ কার্যাবলি সম্পাদন
করে।
ক. স্থানীয় সরকারের রূপ কয়টি?
খ. স্থানীয় সরকারের গুরুত্ব লেখ।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির আয়ের উৎসগুলো চিহ্নিত কর।
ঘ. জনকল্যাণে উক্ত সরকার বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।
২৩. রহিমের পরিবারে লোকসংখ্যা বেশি। সে ভূমিহীন কৃষক। তার সামান্য আয় দিয়ে পরিবারের সদস্যদের খাবার যোগাড় করতে পারে না। তারা দৈনিক গড়ে ৮০০ কিলোক্যালরি খাদ্য জনপ্রতি গ্রহণ করতে পারে না।
ক. বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
খ. জনসংখ্যা সমস্যা কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের রহিমের পরিবারের খাদ্য পরিস্থিতি ব্যাখ্যা করে।
ঘ. বাংলাদেশে রহিমের মতো পরিবারগুলোর খাদ্যের এরূপ অবস্থার কারণ বিশ্লেষণ কর।
২৪. কৌশিক রিকশায় চড়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল। সে দেখল, সেখানে মানুষ দলে দলে ফুল দিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। একজন ঘোষক মাইকে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন- ‘এ আন্দোলন বাংলার পরবর্তী আন্দোলনগুলোর পথপ্রদর্শক।’
ক. কে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পরিষদের ব্যাবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি জানান?
খ. মুজিবনগর সরকার কী? ব্যাখ্যা কর।
গ. কৌশিকের দেখা ঘটনাটি বাংলার কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘোষকের বক্তব্যটি বিশ্লেষণ কর।
২৫. সুদান ও দারকুর মধ্যে দীর্ঘদিন বিবাদ ও সংঘর্ষ চলে আসছিল। বিবাদ মীমাংসায় একটি বিশ্বসংস্থা এগিয়ে আসে এবং গণভোটের আয়োজন করে। বিভিন্ন শাখার সমন্বয়ে প্রতিষ্ঠিত এ বিশ্ব সংস্থাটি বিশ্ব রক্ষায় মহান দায়িত্ব পালন করে যাচ্ছে।
ক. SAARC এর পূর্ণরূপ কী?
খ. নিরাপত্তা পরিষদের গঠন ব্যাখ্যা কর।
গ. সুদান ও দারকুরের মধ্যে বিবাদ মীমাংসায় বিশ্ব সংস্থাটির কোন শাখা কাজ করে? তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে যাচ্ছে- বক্তব্যটি বিশ্লেষণ কর।
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপার ২০২৩ (PDF)
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, করোনার কারণে তোমাদের পরীক্ষা শুরু হতে বিলম্ব হচ্ছে। কিন্তু তাই বলে প্রস্তুতিতে অবহেলা করার সুযোগ নেই। আজ আমরা তোমাদের জন্য এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার নিয়ে হাজির হয়েছি। এই পোস্টের দেওয়া লিংক থেকে তোমরা টেস্ট পেপারটি ডাউনলোড করতে পারবে।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার ২০২৩ (PDF)
এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২৩ (PDF)
এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২৩ (PDF)
এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার ২০২৩ (PDF)
এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২৩ (PDF)
এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২৩ (PDF)
from NewsArticleInfo https://ift.tt/c2HeE0Y