Type Here to Get Search Results !

গবলিন মোডের অর্থ কি? | গবলিন মোড কি? Goblin Mode Meaning in Bangla

0

গবলিন মোডের অর্থ কি? | গবলিন মোড কি? Goblin Mode Meaning in Bangla


গবলিন মোডের অর্থ কি? | গবলিন মোড কি?


ইংরেজি ভাষায় ‘গবলিন মোড’ একটি কথ্য শব্দ। সাধারণত কাউকে অপমান করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবাহৃত হয়। অক্সফোর্ড অভিধানে গবলিন মোডের শব্দার্থ ব্যাখ্যায় বলা হয়েছে, ‘কতিপয় মানবিক আচরণের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মূলত সেই সব ব্যক্তিদের ওপর এই শব্দটি প্রয়োগ করা হয়— যারা ক্ষমার অযোগ্যভাবে অলস, অগোছালো, লোভী, গতানুগতিক, অসামাজিক এবং নিজের ও আশপাশের লোকজনদের প্রতি ন্যুনতম দায়িত্ববোধও নেই।’


এবার ২০২২ সালের বর্ষসেরা শব্দ বাছাই করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান। এই অভিধানটি প্রকাশে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ২০২২ সালে অভিধানের অনলাইন সংস্করণে সবচেয়ে বেশি যে শব্দটি খোঁজা হয়েছে, তার নাম ‘গবলিন মোড’।

অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ ২০২২ সালের সেরা শব্দ হিসেবে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ হওয়া তিনটি শব্দ দিয়ে অনলাইনে ভোট আহ্বান করেছিলেন। সেখানে ‘ভূমিধস জয়’ পেয়েছে গবলিন মোড। এই শব্দটির পক্ষে ভোট পড়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৫৬টি, যা শতকরা হিসেবে মোট ভোটের ৯৩ শতাংশ।

অক্সফোর্ড ডিকশনারির আভিধানিকরা বিবিসিকে জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী— ২০০৯ সাল থেকে অভিধানের অনলাইন সংস্করণে এই শব্দটি লিখে এটির অর্থের খোঁজ করা শুরু হয়।

কিন্তু চলতি বছর কোনো একটি পশ্চিমা সংবাদমাধ্যমে মার্কিন মডেল-অভিনেত্রী জুলিয়া ফক্সের নামে একটি ভুয়া ও কাল্পনিক কেলেঙ্কারির সংবাদ ছাপা হয়েছিল। সেই সংবাদের এক জায়গায় লেখা ছিল— এই অভিনেত্রী ‘গবলিনের’ মতো আচরণ করছেন। তারপর থেকেই গবলিন মোড শব্দরি অর্থ জানতে রীতিমতো হিড়িক পড়ে যায় অক্সফোর্ড অভিধানের অনলাইন সংস্করণে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে করোনা বিধিনিষেধ শিথিল হওয়া শুরু হয়েছে। মহামারির প্রথম দুই বছর বিশ্ব যে স্থবিরাবস্থায় ছিল— তা বোঝাতেও অনেকে ‘গবলিন মোড’ শব্দটি ব্যবহার করছেন।






from NewsArticleInfo https://ift.tt/mNoAMwb

Post a Comment

0 Comments