ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া | ইমারজেন্সি পিল এর ক্ষতিকর দিক | Emergency Pills Side Effects
ইমার্জেন্সি পিল যেটা অনাকাঙ্ক্ষিত মিলনের পর খাওয়া হয়। যেটা অনেকে খেয়ে থাকেন। এই ইমার্জেন্সি পিল খেলে কি কি সমস্যা হতে পারে আমাদের জানা প্রয়োজন। তাই আজকে আমরা এই নিবন্ধে ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো৷ আসা করি যারা ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী আমাদের এই আর্টিকেল তোমাদের জন্য উপকারে আসবে।
ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া
অন্যান্য সব ঔষধের মতই ইমার্জেন্সি পিল খাওয়ার পর কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্থিবোধ ঘটতে পারে ।
- বমি বা বমি ভাব
- ঝিমুনিভাব
- অবসন্নতা
- মাথা ব্যথা
- পেটে ব্যথা
- স্তনে ব্যথার অনুভূতি
- এই ঔষধ ব্যবহারে যোনীপথে রক্তক্ষরণ হতে পারে ।
- মাথা ঘোরা,
- পেটে মোচড় দেওয়া।
- মাসিকে অনিয়ম
- দুর্বল লাগা,
- কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।
এখানে উল্লেখিত অসুবিধা সমূহ ব্যতিত অন্যকোন অযাচিত প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনার ডাক্তারকে অবহিত করুন ।